হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুরে ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৫ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামের বালুবন বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে যায়, উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পদুরগাতি গ্রামের আয়ত আলীর ছেলে রাসেল মিয়া (২৫) গত শনিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে আজ সকালে বালুবন বিল এলাকায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ভীড় করেন সেখানে।
হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।