ময়মনসিংহ ব্যুরো :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৫ অসহায় ব্যক্তি প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেয়েছেন।
রবিবার (২৩ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা অনুদানের চেক গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএকাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুদান প্রাপ্তরা হলেন- উপজেলার নান্দানিয়া গ্রামের গরীব উল্লার মেয়ে সমলাকে ৩০ হাজার টাকা, ধুলজুরী গ্রামের নুরুল ইসলামের মেয়ে সাফিয়া আক্তারকে ৩০ হাজার টাকা, পূর্ব দ্বীপেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের মেয়ে লাইলী বেগমকে ২০ হাজার টাকা, কাইছমা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আবদুল কদ্দুস মাখনকে ২০ হাজার টাকা ও কাইছমা গ্রামের মৃত আব্দুল বারিক বেপারীর ছেলে নজরুল ইসলামকে ২০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৫ ব্যক্তিকে অনুদান প্রদান করা হয়েছে।