আশরাফ আহমেদ :
করোনা মহামারী প্রাদুর্ভাবে দীর্ঘ লকডাউনের ফলে অনেক অসহায় ও দরিদ্র পরিবারগুলো কর্ম হারা হয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন। ফলে ওইসব মানুষের কমেছে রুজি- রোজগার। সামনে ঈদ, তবুও পরিবারগুলোতে তাদের নেই কোনো ঈদের আনন্দ। এমনি ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে ঈদ বস্ত্র বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ডিফেন্স ফ্যামিলি কেয়ার ফাউন্ডেশন।
মঙ্গলবার দুপুর ২ টায় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে ছিল ১টি শাড়ী, ১টি লুঙ্গি। এ সময় ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দে কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় পরিবারের সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, প্রবীন শিক্ষক ও কলামিস্ট এ বি এম ছিদ্দিক চঞ্চল, হোসেনপুর সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোহাম্মদ হায়দার জিয়াউদ্দিন, প্রভাষক ও সাংবাদিক আশরাফ আহমেদ, প্রভাষক খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, হোসেনপুর থানার এস আই মোঃ শাহিন, শিশুর হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ।
ডিফেন্স ফ্যামিলি কেয়ার ফাউন্ডেশন মূলত বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার নিয়ে গঠিত। এ প্রতিষ্ঠানের সদস্যরা জানায়, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের মানবিক সহায়তা নিয়ে সর্বদা পাশে থাকবে এ প্রতিষ্ঠানটি।