ময়মনসিংহ ব্যুরো :
কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে পোশাক ও সরঞ্জামাদি বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজল প্রমুখ। সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন দফাদার ও ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন মহল্লাদারসহ ৬০জনকে তালিকা ভূক্ত করে উপজেলা প্রশাসন।
স্থানীয় সরকার কিশোরগঞ্জ শাখার ২০২০-২১ অর্থ বছরের পোশাক ও সরঞ্জামাদি নির্বাচিত ঠিকাদার কর্তৃক সরবরাহ করা হয়েছে।