হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুরে আগুনে দগ্ধ হয়ে শাহেদা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তিনি হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত কেরামত মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার (২২ মে) কুপিবাতি জ্বালাতে গেলে কেরোসিন তার পরিহিত কাপড়ে লেগে আগুন ধরে যায়। কিন্তু তিনি সেটা বুঝতে পারেননি। পরে তার চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় সেখানকার ডাক্তারদের পরামর্শে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।