সোহাগ রহমান :
মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক ও ৫০ হাজার টাকা চেক পেলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ-১১, ভালুকা আসনের এমপি আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু।
আজ রবিবার (২৯ আগষ্ট) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন অনুষ্ঠানে এমপি ধনুকে ওই সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়াও ওই অনুষ্ঠানে বাংলাদেশের আরও ২০জন মৎস্য চাষীকে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় সংসদের চীপ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি প্রমুখ।