সাতক্ষীরা প্রতিনিধি :
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় শুক্রবার ঈদের দিন সন্ধ্যায় মানুষখেকো বাঘের থাবায় রেজাউল ইসলাম (৩৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
নিহত রেজাউল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।
বন বিভাগের সহকারি বন সংরক্ষক এম এ হাসান বাঘের থাবায় রেজাউলের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সপ্তাহে তিনি ও তার সঙ্গীরা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মৌচাক ভাঙতে যায়। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তালপট্টি এলাকায় মধু সংগ্রহ শেষে তিনি যখন নৌকায় উঠছিলেন ঠিক তখনই একটি মানুষখেকো বাঘ দ্রুত বেগে ছুটে এসে আক্রমন করে তার ঘাড়ের টুটি চেপে ধরে।
মূহুর্তের মাঝে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বাঘটি রেজাউলকে টেনে হেঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেখানে তার দেহে কামড় বসনো শুরু করলে সঙ্গীরা বাঘটিকে তাড়া করে। পরে বাঘটি রেজাউলের লাশ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, রেজাউলের লাশ নিয়ে শুক্রবার রাতেই সঙ্গীরা বাড়িতে রওনা করে। শনিবার দুপুরে তার লাশ পৌছায় চকবারা গ্রামে।
নিহত রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন জানান, ২০১৪ সালে তার শশুড় ইসলাম সরদার একই স্থানে বাঘ আক্রমনে নিহত হয়।