সোহাগ রহমান :
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডষ্টোর-বাটাজোর আঞ্চলিক সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
তিনি আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনার হোসেন ও ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে ওই কাজ পরিদর্শন করেন।
এ সময় জেলা নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামান খান ও উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ওই সড়কে লাউতিখালের ওপর ব্রীজ নির্মাণ কাজের রূপরেখা বাস্তবায়নের লক্ষে এমপি ধনু সরেজমিনে পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, সিডষ্টোর-বাটাজোর সড়কটি প্রায় ২৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কাজ দ্রুত এগিয়ে চলছে।