শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ রাধামাধব জিউর আখড়ার সামনে সরকারি রাস্তা বন্ধ করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে গ্রামবাসী।
ওই মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন স্থানীয় উত্তম রায়। এতে অংশগ্রহণ করেন করুনা পাল, আরাধন দেবনাথ, আরু দেবনাথ, মাহিন্দ্র দেবনাথ ও গনেশ দাশসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, সরকারি ওই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন যাবত গ্রামের ৩৪টি হতদরিদ্র পরিবারের লোকজন চলাচল করে আসছে। সম্প্রতি ওই রাস্তার পাশে সবুজবাগ রাধামাধব জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক পরিমল দাস জোর করে আখড়ার নাম করে রাস্তার কিছু অংশ কেটে ফেলে। জায়গাটির মালিক আখড়া কমিটির দাবি করে রাস্তাটি বন্ধ করার পায়তারা করছেন তিনি। যুগ যুগ ধরে ব্যবহৃত ওই রাস্তা বন্ধ করা হলে ৩৪টি পরিবারের যাতায়াতের কোনো ব্যবস্থাই থাকবেনা। তাছাড়া সরকারি একটি স্কুলের যাওয়া আসার রাস্তাও এটি। এ নিয়ে তার সাথে গ্রামবাসী বহুবার আলোচনায় বসেন। কিন্তু তিনি এর বদৌলতে ৭ লাখ টাকা দাবি করেন।
বক্তারা আরও বলেন, ওই রাস্তার জায়গা সরকারের। আমরা সব দরিদ্র মানুষ আমরা এত টাকা কোথা থেকে দেবো। আর টাকা দিলে সরকার নিবে, তিনি কেন নিবেন। মন্দিরের নাম করে পরিমল দাস টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন বলেও অভিযোগ করেন গ্রামবাসী।