ময়মনসিংহ ব্যুরো :
শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ওই অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বিত করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ওসি বিপ্লব কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: ওমর ফারুক ও শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে আগে রাতকানাসহ বিভিন্ন রোগহতো। এখন সরকারের সাফল্যের কারণে আজ ভিটামিন ‘এ’ এর অভাবে যে সকল রোগ হত তা এখন আর দেখা যায় না। সরকার স্বাস্থ্য বিভাগের অনেক উন্নয়ন করেছে।
আগামী জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৪৩২৬ জন শিশুকে একটি নীল ও ১২-৫৯ মাস বয়সী ৩২৮৭০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।