হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী মাধখলা সিনিয়র ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসেন নয়ন (৬৫) আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাতে মাধখলা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে উপজেলার মাধখলাগ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর – সদর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোহেল, পৌর মেয়র মোঃ আব্দুল কাইয়ুম খোকন প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।