শেরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া শেরপুর জেলার অসহায় ভোক্তভোগী বিভিন্ন শ্রেনি পেশার নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে কর্মহীন ৭ শতাধিক নারী পুরুষদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ প্রদান করা হয়। এ ছাড়া করোনা মোকাবেলায় দিক নির্দেশনা ও মাস্ক বিতরণ করা হয়।
ওই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
এছাড়া জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুকতাদিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।