আন্তর্জাতিক ডেক্স :
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গোলাগুলিতে এক ছাত্র নিহত হয়েছে। এছাড়া গুলিতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন।
স্থানীয় সময় সোমবার টেনেসি অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস ও ইএস নিউজের।
পুলিশ জানায়, অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলের বাথরুমে সশস্ত্র এক ছাত্র থকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ বাথরুমে ঢোকামাত্রই ওই ছাত্র পুলিশকে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করলে ওই ছাত্র মারা যায়। এতে একজন পুলিশ সদস্য আহত হয়।
নিহত ছাত্র সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। তার উদ্দেশ্য কি ছিল সে বিষয়েও কিছু জানায়নি পুলিশ।
নক্সভিলের পুলিশ প্রধান ইভ থমাস জানিয়েছেন, যে অফিসার গুলিবিদ্ধ হয়েছে তার অবস্থা গুরুতর। রাতে তার অপারেশন করা হয়েছে।
তিনি বলেন, দিনটি আমাদের কমিউনিটি এবং পুলিশের জন্য কষ্টের দিন।