মোঃ ফারুক হোসেন :
ময়মনসিংহে মাদকসহ দুইজন ও তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ১৯জনসহ ২১জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, ওসি সফিকুল ইসলামের নির্দেশনায় ১০ অক্টোবর এসআই মোঃ সাইদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত ২৩.০৫ ঘটিকার কোতোয়ালী থানাধীন কাঠগোলা থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি রফিকুল ইসলাম (৪৩), দুলাল চান (৬৫), কামাল উদ্দিন (৪০), তারা মিয়া (৩৫), মোজাম্মেল হক (৬০), রাহাতুল ইসলাম (৩৮), খোকন মিয়া (৪৮), ফজলুল হক (৫৪), ফারুক মিয়া (৫০), নাছির উদ্দিন (৪৬), রাজু মিয়া (৪৬), রফিকুল ইসলাম (৪২), এবং একই দিন এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত ২৩.১০ ঘটিকার কোতোয়ালী থানাধীন খাগডহর থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি আব্দুল আলিম (২৮), হাসান (২৮), লিটন মিয়া (২৮), নয়ন মিয়া (৩৮), ওমর ফারুক (২৭), আজিজুল হক (৫৫), সামছুর রহমান সুরুজ (২৭), কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে আজ সোমবার এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। সকাল ১০.২০ ঘটিকার থানাধীন ঈশ্বরগঞ্জ উচাখিলা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসেম (৩০), বকুল (৩০), কে গ্রেফতার করা হয়।
১৯ জুয়ারি ও ২ মাদক ব্যাবসায়ী এবং ৫০০ গাঁজা উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ও ঈশ্বরগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।