ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মসজিদ সংলগ্ন হকার্স মার্কেটে সোমবার (২০ জুন) ভয়াবহ এক আগুনের ঘটনা ঘটেছে।
জানা যায়, সকালে ওই মার্কেটের আল হাফিজ হোটেলের দ্বিতীয় তলায় সুইট বেকারী ও স্টার সাইকেলের দোকানে আগুন লাগে। সেখান থেকে দ্রুতই পাশে স্টার সাইকেলের গোডাইনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ফায়ার বিগ্রেডের সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, সহকারী স্টেশন মাস্টার আতিকুল ইসলামসহ স্টেশন অফিসার ও ফায়ার কর্মীরা আগুন নেভাতে একযোগে কাজ করেছেন। ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণের ফলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় মার্কেটটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে আগুনের সূত্রপাত কিভাবে সেটি জানা যায়নি। তবে এ ব্যাপারে অনুসন্ধান চলছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
ঘটনার সময় তাৎক্ষনিক কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ও ১নং ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।