মোঃ ফারুক হোসেন :
ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।
জানা যায়, ডিবি ওসি সফিকুল ইসলামের নির্দেশনায় ১২ সেপ্টেম্বর এসআই আমিনুল ইসলাম ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ত্রিশালের দরিরামপুর থেকে রাতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফারুক হোসাইন (৩১) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে একই দিন এস আই মোঃ জাকির হোসেন কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। কোতোয়ালীর থানার পাটগুদাম র্যালীর মোড় থেকে রাতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কামাল হোসেন (২২) ও জাকিরুল ইসলাম (২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।