মোঃ ফারুক হোসেন :
ময়মনসিংহের তারাকান্দার থানার বাঁশতলা এলাকা থেকে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১০ এপ্রিল) বিকেলে এ অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, জেলা গোয়েন্দা শাখার ওসির নির্দেশে এস আই আজগর আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতরা হলো, বাঁশতলা গ্রামের মৃত আশরাফ আলী ফকিরের ছেলে সেলিম ফকির (৩২) ও মৃত জসিম উদ্দিনের ছেলে আবুল হাসেম (৪৫)।
আজ তাদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।