মোঃ ফারুক হোসেন :
টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কারণে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখার নির্দেশনায় ২৭ আগষ্ট এস আই অজয় কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
কোতোয়ালী থানার কৃষ্টপুর দৌলতমুন্সি রোড থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় রাত সাড়ে ১০ টায় জুয়ারি মাসুদ রানা @ পেল্টা (৪৩), মজিবুর হোসেন কাঞ্চন (৬৬), হযরত আলী (৩৫), কালা খাঁন (৪০), আনোয়ার আলী (৪২), সুরুজ আলী (৬০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।