ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে একটি সংখ্যালঘু পরিবারের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ভয়াবহ ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল ৩টায় ভালুকা পৌরসভার মুচিভিটায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মুচিভিটার শ্যামল চক্রবর্তীর টিনশেড দুটি বসতঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মাঝেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে ওই অগ্নিকান্ডে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক শ্যামল চক্রবর্তী।