মুন্সিগঞ্জ প্রতিনিধি
গাছের বড়ই পেরে খাওয়ায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বড়লিয়া মাদ্রাসার দুই ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এর মধ্যে এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় টঙ্গিবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার বড়লিয়া গ্রামের বড়লিয়া মাদ্রাসার কয়েক ছাত্র রবিবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে মাদ্রাসার পাশের হাজি দুলাল বেপারীর বালুর মাঠে খেলা করছিল। এ সময় দুলাল হাজির বড়ই গাছ হতে বড়ই পারে একজন। খোঁজ পেয়ে দুলাল বেপারীর ছেলে জেরিন বেপারী বড়ই পারার অপরাধে কাঠের দাসা দিয়ে ২ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে।
এতে মাদ্রাসা ছাত্র ফেরদৌস (১৩) গুরুতর আহত হয়ে তার ডান পা হতে প্রচুর রক্তক্ষরণ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অপর আহত সোহাগের (১৩) হাতে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সোহাগ জানায়, তারা ১০-১২ জন ছাত্র মাদ্রাসার পাশে মাঠে খেলা করছিল। এ সময় তাদের মধ্যে কোন একজন পাশের বড়ই গাছ হতে বড়ই পারে। বড়ই পারতে দেখে পাশের বাড়ির এক লোক এসে তাদের ২ জনকে কাঠের দাসা দিয়ে পেটাতে থাকে। এ সময় অন্যা ছাত্ররা দৌড়ে পালিয়ে যায়। আমি বাঁচার জন্য তার হাতে পায়ে ধরি এরপরও পিটাইতে থাকে।
আহত ফেরদৌস ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৈতররবাড়ি গ্রামের আল-আমিনের ছেলে এবং অপর আহত সোহাগ একই গ্রামের খোরশেদ আলমের ছেলে। তারা টঙ্গিবাড়ী উপজেলার বড়লিয়া মাদ্রাসায় পড়াশুনা করছে।
টঙ্গিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।