ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহের ভালুকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ শাহজাহান ওরফে সাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার নির্দেশে এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯ মে সকাল সাড়ে ১০টায় ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ীস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ভাই ভাই খাবার হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহজাহান ওরফে সাজুকে গ্রেফতার করা হয়।
সে ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া গ্রামের মৃত আঃ হেকিমের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।