আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ)
নির্যাতন ও হামলার অভিযোগ তুলে স্বামীকে জড়িয়ে আজ বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছে কাজলী আক্তার (৩৪) নামে এক স্ত্রী। এ ঘটনায় কাজলী আক্তারসহ তার মামাত ভাই বাদল মিয়া গুরুতর আহত হন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার তালাব গ্রামের মিন্না মার্কেট এলাকায় বুধবার (১০ মার্চ) সন্ধায় ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বুধবার সন্ধ্যায় কাজলী আক্তার উল্লেখিত স্থানে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তফা (৪২), ইব্রাহীম (৩০), আঃ কাদির (২৭) ও স্বামী নুরুল ইসলাম (৪৫) তার ওপর হামলা চালায়। এ ঘটনায় কাজলী আক্তারের মামাত ভাই বাদল এগিয়ে এলে তাকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভালুকা মডেল থানার উপ পরিদর্শক মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।