ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
আজ বুধবার ভালুকা উপজেলার সর্বত্রই সকাল থেকেই কঠোর ভাবে লকডাউন চলছে। বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি করছেন। বিভিন্ন সড়কে বেরিকেট তৈরি করা হয়েছে।
কাঁচা বাজার করতে আসা এক ব্যক্তি বলেন, সকাল থেকেই পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করছি। মাস্ক ও বিনা কারনে বের হলেই বিভিন্ন প্রশ্নের সম্মুখিন করা হচ্ছে। বাজারের প্রায় দোকানই বন্ধ। শুধুমাত্র কাঁচা মালামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া। সেগুলোও ঠিকমত খোলেনি।
রোগী দেখতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়া এক ব্যক্তি জানান, ভালুকা বাসস্ট্যান্ডে অনেকক্ষন যাবত দাঁড়িয়ে আছি। কোন যানবাহনের দেখা নেই। দুরপাল্লার কোন যানবাহন নেই। ভেঙে ভেঙে যে যাব সেটারও কোন ব্যবস্থা দেখছিনা। মহাসড়কে শুধু পন্যবাহী পিকআপ, ট্রাক আর অটোরিকশা ছাড়া আর কিছুই নেই। এ অবস্থায় হাসপাতালে রোগী দেখতে যাওয়াটা আমার পক্ষে দারুন কষ্টকর হয়ে পড়েছে।
ভালুকা বাজারের এক ব্যবসায়ী জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনাকে মেনে তারা দোকান পাঠ বন্ধ রেখেছেন। তবে যেসকল দোকান পাঠ খোলা রাখার নির্দেশনা আছে সেগুলো কিছু কিছু খোলা আছে।
তাছাড়া অধিকাংশ মানুষ স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরিধান করে ঘর থেকে বের হচ্ছেন।
বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ জানায়, সড়কে চলাচলরত যানবাহনগুলোতে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পন্যবাহী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছেনা।