সোহাগ রহমান :
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ কুতুব উদ্দিন আহমেদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ মার্চ) ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের সোনার বাংলা ডিগ্রী কলেজ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাসমত উল্যাহ সভাপতিত্ব করেন।
অধ্যাপক আ ফ ম আফজাল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান সুবেদ আলী বিএবিএড ও শহীদ কুতুব উদ্দিনের ছেলে কামরুজ্জামান তালুকদারসহ অনেকে।
এ সময় গভর্নিং বডির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কলেজের শিক্ষকমন্ডলীসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ কুতুব উদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়।