মিজানুর রহমান বাহার, ভালুকা (ময়মনসিংহ) :
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ভালুকা পৌরসভার গ্যাস অফিস মোড় আবাসিক চত্বরে লালন ও বাউল ভাব-সঙ্গীত অনুষ্ঠিত হবে।
লালন ও বাউল ভাব সঙ্গীত পরিবেশন করবেন দেশবরেন্য লোকসঙ্গীত শিল্পী শাহানাজ বেলী ও লালন শিল্পী ক্লোজআপ ওয়ানের বিউটি।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তরিকতে আহলে বাইত বাংলাদেশ, ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ। গত ৫ বছর যাবত ওই সংগঠনটি ভালুকায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নবনির্বাচিত ভালুকা পৌরসভার প্যানেল মেয়র ও তরিকতে আহলে বাইত বাংলাদেশ ভালুকা উপজেলা শাখার সভাপতি তাওহীদুল ইসলাম আপন।