সোহাগ রহমান :
২০২১-২০২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় সোমবার (৬ জুন) ময়মনসিংহের ভালুকায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা কৃষি অফিস পৌরসভার মেজরভিটাস্থ কমলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষন হল রুমে ওই সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার সালমা খাতুন।
তিনি বলেন, এই সেমিনারে কৃষি ও আবহাওয়া যে ওতোপ্রোতভাবে জড়িত সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সাথে কৃষকগণ কিভাবে আবহাওয়া সম্পর্কে জানতে পারবে সে বিষয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, কৃষি অফিসার জেসমিন জাহান ও সাংবাদিক এস এম শাহজাহান সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।