সোহাগ রহমান :
ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২ প্রতিযোগিতায় গতকাল সোমবার (২০ জুন) পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী ১৪জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও প্রত্যেক শিক্ষার্থীকে নগদ দুই হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়েছে।
পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এ উপলক্ষে সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার সালমা খাতুন।
এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।