মিজানুর রহমান বাহার, ভালুকা (ময়মনসিংহ)
মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া চাইবে গ্রামবাসী। আজ শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভান্ডাব গ্রামের ভয়টাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দোয়া অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেল ৫টায় গ্রামবাসীর উদ্যোগে ওই স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ভালুকা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলভী মোঃ এনামুল হক এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ভাটি মেদুয়ারী জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মোঃ জয়নাল আবেদীন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম ও ক্বারী রেডিও টিভির ভাষ্যকার ও গুলশান ঈদগাহ বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল হক সরকার। আরও বক্তব্য রাখবেন, ভালুকা বড় মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোঃ জালাল উদ্দিন, ত্রিশালের সাখুয়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।
মাহফিল পরিচালনা করবেন উত্তর ভয়টাপাড়া ফুরকানিয়া মাদরাসার শিক্ষক ক্বারী মোঃ আলী আজগর।
পরে দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হবে।