ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী ইসলামিয়া দাখিল মাদরাসার সাময়িক বরখাস্তকৃত সুপার মোফাজ্জল হকের অপসারণ দাবিতে গতকাল রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কাতলামারী গ্রামে ওই মাদরাসা প্রাঙ্গনে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসি ওই মানববন্ধন করে।
প্রায় ঘন্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তারা বলেন, সুপার মোফাজ্জল হক একজন দূর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, অর্থলোভী, বদমেজাজী ও দীর্ঘদিন ধরে মাদরাসার স্বার্থপরিপন্থি কার্যক্রম চালিয়ে আসছে। এসব কারণে এই মাদরাসা হতে অনতিবিলম্বে অপসারনের দাবি জানানো হয় তার।