ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ভালুকায় যথাযোগ্য মর্যাদায় শুক্রবার মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
গৃহীত কর্মসূচীর মধ্যে প্রথম প্রহরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সম্মিলিত কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধা জনতার অংশগ্রহণে সমাবেশ।
প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ চত্বরে সকালে পায়রা ও বেলুন উঠিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরে ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধা জনতার অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, ওসি মাহমুদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মন্ডল ও পারভেজ খোকন প্রমুখ।