সোহাগ রহমান :
ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের হাজী মার্কেটে মঙ্গলবার (১০ মে) ফ্রি ব্লাড গ্রুপিং ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ক্যাম্পেইন চলে।
সাতেঙ্গা ব্লাড ডোনার্স সোসাইটির ব্যানারে আ ফ ম আফজাল হাসান, তরিকুল হাসান শিহাব, রুহুল আমীন, এমরান, ফয়সাল হাসান, সজল, কানন, রাজু, শান্ত, রাসেল খান ও পাপ্পুসহ স্থানীয় যুবকরা এর আয়োজন করেন।
এ ছাড়া ভালুকা বাজার পাঁচরাস্তার মোড় এলাকাস্থ মাহির হাসপাতাল ওই ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করেছেন।
ক্যাম্পেইনের আয়োজক আ ফ ম আফজাল হাসান বীরযোদ্ধা ডট কমকে বলেন, সাতেঙ্গা ব্লাড ডোনার্স সোসাইটি নামে সাতেঙ্গা গ্রামে কিশোর যুবক ও বিভিন্ন বয়সের প্রায় একশো মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় তাদেরকে রক্তদানে উৎসাহ, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না এবং এক ব্যাগ রক্তে বাঁচতে পারে একটি জীবন ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতন করা হয়। ওই ক্যাম্পেইনে মাহির হাসপাতালের পরিচালক জাকির হোসেনসহ রক্ত গ্রুপ নির্ণয়ে দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, এমদাদুল হক ও শিবানী সরকার কাজ করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন বলেন, এটি একটি ভালো উদ্যোগ। রক্তের গ্রুপ নির্ণয়ের ফলে এলাকার মুমূর্ষ রোগীকে খুব সহজেই রক্তদান করা সম্ভব হবে। রক্তের জন্য আর বাড়তি দুঃচিন্তা করতে হবেনা। এই ক্যাম্পেইনের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ তাদের পাশে থাকবে।