ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ভালুকা সদরে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস হতে মুক্ত থাকতে মৎস্যজীবী লীগ উপজেলা পরিষদ এলাকাসহ গফরগাঁও সড়কে চলাচলরত বিভিন্ন শ্রেণি পেশার পথচারি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর প্যানেল মেয়র তাওহীদুল ইসলাম আপন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক খলিলুর রহমান জুয়েল ও সদস্য সচিব শামীম আল মামুন।
এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।