ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্ব বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করত নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সংরক্ষন করুন’ প্রতিপাদ্য নিয়ে ভালুকায় আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফারি দিবস ২০২২ইং উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের আয়োজনে হাসপাতাল কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শারমিন আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।
আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের এডিপিএইচএম ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডা. মেহেদী হান্নানসহ জুনিয়র কনসালটেন্ট এবং মেডিক্যাল অফিসারবৃন্দ।
এর আগে হাসপাতাল এলাকায় একটি র্যালি অনুষ্ঠিত হয়।