ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামের মধ্যপাড়ায় শাহজাহান মিয়া নামে এক কৃষকের পৈত্রিক ক্রয়কৃত জমির বরাক বাঁশের ঝাড় হতে ২শ বাঁশ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিন ঘুরে জানা যায়, ধামশুর মৌজায় ৬৩৯ নং খতিয়ানভুক্ত ৪৮৪ নং দাগের কান্দা ৮৬ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হন আব্দুল আজিজ ও তার স্ত্রী আছিয়া খাতুন। পরবর্তীতে আব্দুল আজিজ মৃত্যুর পর ছোট ভাই আহম্মদ আলী গং ওই জমিতে জোর খাটিয়ে বাড়িঘর তৈরি করে। গত ২৮ জুলাই আহাম্মদ আলী গং গোপনে ওই জমির বরাক বাঁশের ঝাড় হতে ২ শতাধিক বাঁশ কাটতে শুরু করলে শাহজাহান গংরা তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে বাঁশ কাটা অব্যাহত থাকলে শাহজাহান বাদী হয়ে ভালুকা মডেল থানায় আহাম্মদ আলী, ধনু, দুলু, জালাল, হোসেন, আবুল হোসেন, জাহাঙ্গীর ও ফারুককে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শাহজাহান মিয়া জানান, প্রতিপক্ষরা তার গোষ্ঠীর লোক। পিতার ক্রয়কৃত ৮৬ শতাংশ জমিতে তাদের গাছপালা রোপন করা। প্রতিপক্ষরা বিভিন্ন সময় পেশিশক্তির খাটিয়ে গাছপালা বিক্রি করে তাদের ক্ষতি করে আসছে।
অভিযুক্ত আহাম্মদ আলী জানান, তিনি তার বড় ভাই আব্দুল আজিজের কাছে জমি পান। তবে বিরোধপূর্ণ ওই জমির কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেন নাই।
স্থানীয় মেম্বার শোয়েব জানান, তিনি বিষয়টি নিয়ে সালিশ করেছেন। বিরোধপূর্ণ ওই জমি শাহজাহান গংদের পৈত্রিক ক্রয়কৃত। আহাম্মদ আলী গংদের কোনো কাগজপত্র নাই।