ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের পশ্চিম পাড়ায় দশম শ্রেণির ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগে করা মামলায় আজ রবিবার বেলা ১২টার দিকে শাকিল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ওই গ্রামের তাইজুদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জুন সকাল ১০টার দিকে ফাঁকা বাড়িতে ভিকটিম নিজ ঘরে শুয়ে ছিল। ওই সময় শাকিল কৌশলে ঘরে ঢুকে ভিকটিমকে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিম ডাক চিৎকার শুরু করে। চিৎকার শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে এগিয়ে গেলে শাকিল সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করে।
ওসি মাহমুদুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। রবিবার দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে ধর্ষনের চেষ্টাকারী যুবককে গ্রেফতার করা হয়েছে।