ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়াস্থ বাদশা ইয়ান লিমিটেডের কোয়ার্টারের টয়লেট থেকে রবিবার সকালে ফরহাদ মিয়া (৫৪) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি বাড়ি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার হাসরা গ্রামে। তিনি ওই গ্রামের বিসা মিয়ার পুত্র। নিহত ফরহাদ মিয়া ওই কারখানায় চাকুরি করতেন।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানায়, বাদশা ইয়ান লিমিটেডের কোয়ার্টারের টয়লেট থেকে ফরহাদ মিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।