নিজস্ব প্রতিবেদক :
ভালুকা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার (৩০ এপ্রিল) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা সদর বাসস্ট্যান্ড এলাকাস্থ সেভেন স্টার পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন মাষ্টার।
কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন- জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সরদার বাদল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহেদুজ্জামান আরজ, সদস্য আব্দুল কাদের সরকার।
এ সময় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পার্টির সাবেক চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ জি এম কাদের ও রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।