ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার সানির মোড় নামকস্থানে চলন্ত বাসের ধাক্কায় পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে।
নিহতের নাম আলহাজ মিয়া (৩২)। তিনি শেরপুর জেলার দোলাগাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
ভরাডাবা হাইওয়ে পুলিশের এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার সময় ময়মনসিংহগামী পিকআপ মহাসড়কের ওই স্থানে পৌছলে সোনার বাংলা পরিবহনের বাস চলন্ত অবস্থায় পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পিকআপটি সড়কের পাশেই উল্টে যায় এবং চালক সেখানেই মারা যান।