ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
‘আমার খীরু আমার জীবন, বাঁচাও তারে বন্ধ কর দূষণ,’ প্রতিপাদ্য নিয়ে রবিবার ভালুকা উপজেলার বুক জুড়ে বয়ে যাওয়া খীরু নদীর দূর্ষণ রক্ষায় নাগরিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় ভালুকা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ভালুকা আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন ও ভালুকার খীরু নদীর দূষণ রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক কামরুল হাসান পাঠান ও সঞ্চালনা করেন আসাদুজ্জামান সুমন।
বক্তব্য রাখেন, ওমর হায়াত খান নঈম, কামরুজ্জামান তুহিন, এম আর শামছুর রহমান লিটন, জহিরুল ইসলাম ঢালী, নুরুল ইসলাম বাদশা, অধ্যাপক আফতাব উদ্দিন, মোখলেছুর রহমান মনির, মোর্শেদুজ্জামান আরাফাত, দীবাবলির দীপা ও মাহমুদা সুলতানা প্রমুখ। পরে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে ‘খীরু নদী রক্ষা’ ব্যানার নিয়ে শহরে র্যালি হয়।