ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম খান দাদন (৬০) আজ সোমবার (৪ এপ্রিল) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
সুরুজ খাঁর ভিটাস্থ নিজ বাড়িতে অনুমান দুপুর ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সুরুজ খাঁর ভিটার মরহুম সিরাজুল ইসলাম খান ওরফে সুরুজ খাঁর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নব্বইয়ের দশকে তিনি গফরগাঁও রোডে আল আমিন নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। আর এর সুবাদে এলাকায় তিনি দাদন স্যার নামে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন। পরবর্তীতে ১৯৯৮ সালের দিকে ভালুকা পৌরসভা প্রতিষ্ঠিত হলো তখন পৌর নির্বাচনে তিনি কমিশনার নির্বাচিত হয়। এক পর্যায়ে তিনি পৌর বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত হন।
সাবেক এই কমিশনারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
আজ রাতে মরহুমের জানাজা নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।