ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ভালুকা উপজেলায় ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫শত ৪২জন।
এ যাবত সুস্থ হয়েছেন ৫০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন।
হোম আইসোলেশনে আছেন ৩৬জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সকলকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করার তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোবাবেলায় স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প নেই। ভীড় এরিয়ে চলতে হবে। বাহিরে বের হলে মাস্ক পরিধান করতে হবে। আমাদের সচেতনায় পারে করোনা মহামারী মোকাবেলা করতে।