ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার আশ্রয়ন প্রকল্পের ১৯৯টি উপকারভোগী পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এ সময় ভিজিএফের ১০ কেজি চালও দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাংচাপড়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী পরিবারগুলোর মাঝে ওই মাংস ও চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
জানা যায়, ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি গরু কোরবানি করে সেই কোরবানির মাংসগুলো ২১টি আশ্রয়নের ১৯৯টি উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় কোরবানির মাংস ও চাল পেয়ে ওইসব ভূমিহীন-গৃহহীন মানুষগুলো দারুন খুশি হয়। অন্যান্য আশ্রয়নে মেম্বার ও গ্রামপুলিশসহ অন্যদের মাধ্যমে বিতরণ করা হয়।
ইউএনও সালমা খাতুন বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি গরু কোরবানি করে উপজেলার ২১টি আশ্রয়নের মানুষদেরকে মাংস বিতরণ করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।