ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী খানের (৭৫) জানাজা বুধবার (৬ এপ্রিল) সম্পন্ন হয়েছে।
এদিন বেলা ১১টায় ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ড ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জানাজায় অংশ নেন।
পরে তাঁকে যোহর নামাজের পর ধলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী সন্তান ও নাতী নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর এক ছেলে শরিফ খান ভালুকা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।