সোহাগ রহমান :
১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সোমবার (১৬ জানুয়ারি) ভালুকা উপজেলা, পৌর বিএনপির দুই গ্রুপ ভালুকা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে।
এদিন বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম ও পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে বিএনপির দুই গ্রুপই ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন তাদের স্ব স্ব কার্যালয়ে সমাবেশ করে।
এ সময় তারা সরকারের বিভিন্ন কর্মকান্ডের কড়া সমালোচনা করে ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে বক্তৃতা করে।