ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। রবিবার (১ জানুয়ারী) ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভালুকার এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল বাকিউল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সেলিনা রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য শরিফ খান ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।