সোহাগ রহমান :
‘জেল থেকে বলছি’ সামাজিক নাটক মঞ্চায়নের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্বনামধন্য নাট্য সংগঠন ‘ভালুকা নাট্যগোষ্ঠী’।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ওই নাটকটি হয়।
এর আগে নাটকটির শুভ উদ্বোধন করেন ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমিন লিটন।
নাটক পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কামরুজ্জামান মানিক। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন। এ সময় বিজয় কুমার সরকার, নাজমুল রাহি নাজিমসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা সদর ও গ্রামাঞ্চলের বহু দর্শক গভীর রাত পর্যন্ত নাটকটি উপভোগ করেছেন।