সোহাগ রহমান :
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিকেলে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ওই কম্বল বিতরণ করা হয়।
এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে এদিন দুপুরে বিএনপির অপর অংশ মোর্শেদ আলমের সমর্থকেরা তাদের দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করে।
পৃথক ওই কর্মসূচিতে অংশ নেন- ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, মুহাম্মদ মোর্শেদ আলম, হাতেম খান, রুহুল আমিন মাসুদ, সালাহ উদ্দিন আহমেদ, গুলজার হোসেন, তারেক উল্লাহ চৌধুরী ও মতিউর রহমান মিলটন প্রমুখ।