ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভুমি) ব্যারিষ্টার সজিব আহমেদ, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি এম এ ওয়াদুদ ও শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম প্রমুখ।