শোক সংবাদ :
ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আহমেদ (৭২) মৃত্যুবরণ করেছেন। তিনি শুক্রবার দিবাগত রাত ২.২৭ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বজনরা জানায়, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আহমেদ দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভোগ ছিলেন। দেশের নামিদামি বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে।
তিনি ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের দেয়ালিয়াপাড়ার মরহুম রোস্তম আলী সরকারের দ্বিতীয় ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি মহান স্বাধীনতা সংগ্রামে মেজর আফসার উদ্দিন আহমেদের নেতৃত্বে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছেন। এ ছাড়া তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
আজ শনিবার জোহরের নামাজের পর ভালুকা উপজেলা পরিষদ চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর গ্রামের বাড়ী দেয়ালিয়াপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।