খালিদ হাসান :
ঝিনাইদহে অগ্নিকান্ডে বসতঘরের সাথে পুড়ে মারা গেছে ঘুমিয়ে থাকা ৪ মাসের এক কন্যা শিশু। এ সময় ওই অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে আরও ৩ টি ঘর।
শুক্রবার সকালে সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই ওই গ্রামের দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন লাগে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। প্রথমে প্রতিবেশিরা আগুন নেভাতে চেষ্টা চালায় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা চার মাসের কন্যা শিশু তানিশা।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা বীরযোদ্ধাকে খরবটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।